News:

“শিখতে হয় মাথা নিচু করে, বাচঁতে হয় মাথা উঁচু করে”- এই মহান ব্রতকে সামনে রেখে আদর্শ মানুষ তৈরির মানসে ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে ঢাকাস্থ পোস্তগোলা সেনানিবাসের অভ্যন্তরে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়,ঢাকা সেনানিবাস নিয়ন্ত্রিত ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলটি ২০০১ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ দিন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পথ পরিক্রমায় বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর সময়ের দাবিতে পরিণত হয়। ফলে সাম্প্রতিককালে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ৭ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০২১ শিক্ষাবর্ষ হতে নিম্নমাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং ২০২২ ইং শিক্ষা বর্ষ হতে মাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়ে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। আমরা অতীব আশাবাদী যে, বিদ্যালয়টি বিনা বাঁধায় তার সম্মুখ যাত্রা অব্যাহত রাখবে।

ইতোমধ্যেই মুজিব শতবর্ষকে সামনে রেখে আঙ্গিনা, ভবন ও ওয়াশ ব্লক রিনোভেশন/ সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে। শ্রেণিকক্ষসহ শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের কক্ষ, অফিস রুম প্রভৃতি সুসজ্জিত করা হয়েছে। সবচেয়ে আশার কথা হল, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য অত্র বিদ্যালয়ে ১৯ জন শিক্ষকের পদ সৃজন করে নিয়োগদান করা হয়েছে। অবকাঠামোগত সমস্যা সমাধানে এডিপির মাধ্যমে ০৭ (সাত) কোটি টাকা ব্যয়ে ১৮ টি কক্ষবিশিষ্ট অত্যাধুনিক ০৬ তলা ভবন নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে ২০২০-২০২১ অর্থবছরেই নির্মাণ কাজ শুরু হয়ে সুসম্পন্ন হবে। বলে রাখা সমীচীন যে, অত্র বিদ্যালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট তৈরীকরণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। 

 

বিদ্যালয়টিতে সহশিক্ষা কার্যক্রম বিদ্যমান রয়েছে। বর্তমানে শিশু শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৭০০ (সাতশত) জন শিক্ষার্থী অধ্যয়নরত। আমাদের প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকমণ্ডলী যুগের সাথে তাল মিলিয়ে সময়ের চাহিদা মিটিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে নির্দিষ্ট রুটিন অনুসারে অনলাইন পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিদ্যালয় সমূহের সর্বোচ্চ অভিভাবক, মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ বিদ্যালয়টির উন্নয়ন সারথী। তাঁদের মেধা ও আন্তরিকতায় সকল কার্যক্রম বেগবান হয়েছে।

বিদ্যালয়টিতে ক্লাসে প্রথম স্থান অধিকারীকে অবৈতনিক ও দ্বিতীয় স্থান অধিকারীকে অর্ধবৈতনিক অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। এখানে লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলি চর্চার সুযোগ অবারিত রয়েছে। শিক্ষার্থীদের সুকুমারবৃত্তিগুলোর বিকাশে বিতর্ক, আবৃত্তি, সংগীত, খেলাধূলা, চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা, নান্দনিক হস্তাক্ষর , সাধারণ জ্ঞান চর্চা, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বই পড়া কর্মসূচীর ন্যায় নানাবিধ সহশিক্ষা কার্যক্রমের উপর জোরারোপ করা হয়। সামাজিক পরিবর্তন ও শিল্পবিপ্লব মাথায় রেখে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনি শক্তি বিকাশে কাজ করে এ বিদ্যাপীঠ। আমার বিশ্বাস ,একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব নাগরিক হওয়ার ইতিবাচক মানবিক গুণাবলি অর্জনের হাতেখড়ি হবে এখানেই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর মধ্যে সেতুবন্ধন রচনার জন্য এখানে অভিভাবক দিবস/ সমাবেশ চলমান রয়েছে। মোদ্দাকথা, রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল একটি শিক্ষার্থীবান্ধব বিদ্যায়তন।

 

আমার প্রত্যাশা- ২০২১ সালের শেষাংশে অত্যাধুনিক ও নান্দনিক নতুন ভবনটির নির্মাণ কাজ শেষে ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে পাঠদান শুরু হলে বিদ্যালয়টি সকল দৈন্য অতিক্রম করে পূর্ণতা পাবে। শিক্ষার্থীদের জন্য নব নব সুযোগ-সুবিধা সুনিশ্চিত হবে।

 

আমার অগাধ বিশ্বাস, অত্র বিদ্যালয়টি পোস্তগোলা সেনানিবাস ও তৎসংলগ্ন এলাকায় মানসম্পন্ন শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।

 

 

 

প্রধান শিক্ষক

রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল

পোস্তগোলা সেনানিবাস, ঢাকা।