News:

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন সমগ্র বাংলাদেশের ১৮ টি ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত মোট ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল।প্রতিষ্ঠানটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে বাংলাদেশ-চীন ১ নং মৈত্রী সেতু সংলগ্ন পোস্তগোলা সেনানিবাস এর  নারকেল শোভিত সবুজ-শ্যামল নয়নাভিরাম  এক চমৎকার পরিবেশে অবস্থিত।

২০০১ সালের ১৯ জুন তৎকালীন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশীদ,বীর প্রতীক,আরসিডিএস,পিএসসি কর্তৃক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আত্নপ্রকাশ।মূলত পোস্তগোলা সেনানিবাসে অবস্থিত ২টি রিভারাইন ব্যাটালিয়নে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এবংসেনানিবাসে কর্মরত সংশ্লিষ্ট বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাদানের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলার এক সু-মহান ব্রতী নিয়ে বিদ্যালয়টির পদযাত্রা । বর্তমান ৭ আর ই ব্যাটালিয়ন ইউনিটের অফিস সংলগ্ন ২৫ শতক জায়গা নিয়ে অবস্থিত বিদ্যালয়টির এক পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর কূল-কূল ধ্বনী,নদীতে বয়ে চলা বড় বড় জাহাজ আর সেতুঁর উপর দিয়ে চলমান ছোট-বড় গাড়ীর দৃশ্য বিদ্যালয়টিকে অনন্যতা দান করেছে। 

“শিখতে হয় মাথা নিচু করে, বাচঁতে হয় মাথা উঁচু করে”- এই মহান ব্রতকে সামনে রেখে আদর্শ মানুষ তৈরির মানসে ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে ঢাকাস্থ পোস্তগোলা সেনানিবাসের অভ্যন্তরে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়,ঢাকা সেনানিবাস নিয়ন্ত্রিত ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলটি ২০০১ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ দিন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পথ পরিক্রমায় বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর সময়ের দাবিতে পরিণত হয়। ফলে সাম্প্রতিককালে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ৭ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০২১ শিক্ষাবর্ষ হতে নিম্নমাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং ২০২২ ইং শিক্ষা বর্ষ হতে মাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়ে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। আমরা অতীব আশাবাদী যে, বিদ্যালয়টি বিনা বাঁধায় তার সম্মুখ যাত্রা অব্যাহত রাখবে।

হাজারো মানুষের অনাবিস্কৃত গুহাচিত্র, কোটি মানুষের আকাশ,চাঁদ,নক্ষত্র আর দুঃখ-বেদনার এক শিল্পকলা-এ প্রতিষ্ঠানটি জ্ঞান-আরাধনায় অপেক্ষার প্রহর গুনছে একটি কিশোরের-যাঁর বুকে থাকবে সুকান্ত শপথ,একটি বুকের পদধ্বনি শুনতে চায় যাঁর বুকে থাকবে বিদ্রোহী নজরুল; একটি তর্জনীর ইশারা চায় -যাঁর কন্ঠে থাকবে আর একটি স্বাধীনতা।একটি বলিষ্ঠ চোখের চাহনিতে  প্রথম বাংলাকে শেষ বাংলায় রূপান্তরের স্বপ্নে বিভোর থাকতে চায়। একটি প্রাজ্ঞজনের স্বপ্ন দেখে যাঁর বুকে অতন্দ্র রবীন্দ্রনাথ,একটি বাউলের খোঁজে পথ হাঁটছে যাঁর বুকে বাজে লালনের সেই একতারা। সেই স্বপ্ন পূরণে- বিদ্যালয়টি বিনা বাঁধায় তার সম্মুখ যাত্রা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ় আশাবাদী।

মোঃ রফিকুল ইসলাম

সিনিয়র শিক্ষক (ভৌতবিজ্ঞান)

রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল

পোস্তগোলা সেনানিবাস,ঢাকা-1204